প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
সোমবার (২২ মে) দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল ও ভুলতা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার মুড়াপাড়া, চনপাড়া, কাঞ্চন, ইছাপুরা, ভোলাবো, তারাবো, দাউদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা, আওয়ামীলীগ নেতা আনছর আলী, মাহাবুবুর রহমান মেহের, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, সালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা এমায়েত হোসেন, মহিলালীগ নেতা শিলা রানী পাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাঈম ভুইয়া, যুবলীগ নেতা আল আমিন, কামাল হোসেন, কাউসার আহমেদ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, হুমকিদাতা এবং যারা হুমকি দাতাকে প্রশ্রয় দিয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।