বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ ও ধ্বিক্কার জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম৷ ড. শিরিন বেগম এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা ও মাহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা, মহানগর, থানা ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
সমাবেশে প্রফেসর ড. শিরিন বেগম বলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে প্রণীত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে পরিচিতি লাভ করিয়েছেন তিনি, যিনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে এ দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাকে নিয়ে আজ যে মন্তব্য করেছে বিএনপি জামায়াত-শিবিরের নেতা আবু সাঈদ চাঁদ তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইফাত জাহান মায়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মরিয়ম নয়ন, প্রচার সম্পাদক রেখা, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনিরা সুলতানা মনি, বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন সান্তা, ফতুল্লা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মনির, সাধারণ সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মরিয়ম আক্তার, যুগ্ম সম্পাদক মিনা, দপ্তর সম্পাদক আসমা, সদস্য শারমিন, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি, সেক্রেটারী মায়া ও অন্যান্য নেতৃবৃন্দরা সহ নারায়ণগঞ্জ কর্মাস কলেজের শিক্ষক বৃন্দগণ উপস্থিত ছিলেন।