ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নাসির (৪৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রবিবার (২৮ মে) ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম নয়ামাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় মো. নাসির কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাসির মুন্সিগঞ্জ জেলার সদন থানার মধ্যম মহাকালি গ্রামের মো. সুরল হক মালের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. নাসিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।