মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছেন গোগনগর ৩নং ওয়ার্ড বাড়ীরটেক বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার ( ৩০ মে ) দুপুরে গোগনগর বড় মসজিদ সংলগ্নে গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো.বদরুদ্দিন এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়।
গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো.বদরুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন।
বিশেষ অতিথিদের মধ্যে হলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু , গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আকতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী, গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ, লিটন মিয়া, মোঃ বদু, মোঃ মোক্তার, মোঃ দুলহান ও মোঃ মুকুল, যুবদল খাদেম হোসেন মকবুল প্রমুখ।