1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীদের দুধের পুষ্টি মিটাতে গরুর খামার করার পরিকল্পনা : সেলিম ওসমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৭৮ Time View

জুম্মন সোহেল: প্রতিপাদ্য বিষয় – ” টেকসই দুগ্ধ শিল্প,সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” গড়ার লক্ষে বিশ্ব দুগ্ধ দিবস – ২০২৩ ” উপলক্ষ্যে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩১ মে ) দুপুরে সৈয়দপুর বঙ্গবন্ধু হাই স্কুল মাঠ প্রাঙ্গনে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গরুর দুধ ও দই বিতরণ করা হয়।

সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান বলেন, মানবদেহের শরীরে পুষ্টি জোগাতে গরুর দুধের কোন বিকল্প নেই।
শিক্ষার্থীরা গরুর দুধ পান করলে বুদ্ধি ও মেধা বেড়ে পড়াশোনায় আরও ভালো করবে তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তিনশটি স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে গরুর দুধ পানের ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া দেশের সমস্ত স্কুলগুলোতে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীরা পুষ্টির অভাবে যেন না ভোগে সে জন্য নিয়মিত দুধ পানের সুব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি আরো বলেন, আপনার ইচ্ছা করলে বঙ্গবন্ধু ইস্কুলের ছাত্র-ছাত্রীদের পুষ্টির যোগান দিতে পারি। সেজন্য দরকার একটি গরুর খামার। বঙ্গবন্ধু ইস্কুলের পাশে ৪০ শতাংশ মত খাস জায়গা রয়েছে। যদি স্কুলে কমিটির দায়িত্ব নেন তাহলে এ বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ পান করে ও এখান থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব। গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী কে আমি এটার দায়িত্ব দিতে চাই। যেমন করে এত সুন্দর এই আয়োজন করা হয়েছে তেমনই একটি গরুর খামার তৈরি করার দায়িত্ব দিতে চাই। আমি অনুরোধ করব নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত বাসনা আক্তারকে যতটা সহযোগিতা করার কবেন। আমি আপনাদের ভাল জাতের গরু দিয়ে সহায়তা করব।

 

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, সদর উপজেলা ইউএনও রিফাত ফেরদৌস, আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL