রূপগঞ্জে মোমেন মিয়া নামের এক ওয়ার্ড যুবদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে কাঞ্চন পৌর যুবলীগের নেতাকর্মীরা। গত বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোমেন মিয়া কাঞ্চন পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক।
আহত যুবদল নেতা মোমেন মিয়া জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় তার পুরনো বাড়ির উঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দীপুর ব্যানারে দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফেরার পথে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টারের ছেলে ও পৌর যুবলীগ নেতা হিমেল, যুবলীগ নেতা শাকিল, জুয়েলসহ ৮/১০ জন মিলে লাঠি-সোঁটা নিয়ে যুবদল নেতাকর্মীদের উপর হামলা চালায়।
এসময় যুবলীগের লোকজন যুবদল নেতাকর্মীদের বেধড়ক মারধর করে। হামলায় একপর্যায়ে মোমেন মিয়ার বাম হাত ও বাম হাতের একটি আঙ্গুল ভেঙে দেয় তারা।
এ বিষয়ে জানতে যুবলীগ নেতা হিমেলের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই। অভিযোগ পেলে দেখা হবে।