রিপোর্ট পাপন সরকার: বন্দর কল্যান্দিতে মায়ের স্মৃতি ধরে রাখতে সন্তানদের উদ্যোগে প্রয়াত মাতা সালমা বেগমের নামে ‘সালমা বেগম স্মৃতি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২ জুন বিকাল চারটায় বন্দর থানাধীন কল্যান্দি বাশঁঝাড় তলা এলাকায় ‘সালমা বেগম স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়।
কল্যান্দি গ্রামের বাশঁঝাড় তলা এলাকার প্রয়াত সরকারি কর্মকর্তা নুরুল ইসলাম এর সহধর্মিণী প্রয়াত সালমা বেগমের নামে ‘সালমা বেগম স্মৃতি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন সালমা বেগমের বড় ছেলে সানারপার কলেজের অধ্যাপক মোস্তফা সাইফুল ইসলাম বাদল৷ এসময় সাথে ছিলেন সালমা বেগমের বড় মেয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহমুদা মালা, মরহুমার ছোট ছেলে কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম রানা এবং মরহুমার ছোট মেয়ে সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রওনক জাহান সহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রয়াত সালমা বেগমের চার সন্তান বক্তৃতাকালে তার স্মৃতিচারণ করেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন৷
পাঠাগার উদ্বোধনের পর মরহুমার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও মাহফিল এর আয়োজন করা হয় এবং সকলের মাঝে খাবার বিতরণ করা হয়৷