সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতিকালে চিহ্নিত পরিবহন ডাকাত ও চাঁদাবাজ মো. সেন্টু মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
এসময় তার নিকট থেকে লুট করা ৫ হাজার ৫০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সেন্টু মিয়া সোনারগাঁয়ের সোনাখালি এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি ডাকাতির মামলা রয়েছে।
রবিবার (৪ জুন) কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্টু দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি করে আসছিল।
উত্তরবঙ্গের যানবাহনগুলো থেকে ক্যাশবাক্স লুট করা তার প্রধান টার্গেট ছিল। শনিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ক্যাশ লুটকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।