দেশে জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে টি এল সি বিডি গ্রুপ ।
সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।গ্রুপের এডমিন প্যানেল ও সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের গাছ রোপন করেন।
সোমবার ( ৫ জুন ) বিকালে নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে টি এল সি গ্রুপ পক্ষ বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচির ব্যপারে এডমিন প্যানেলের কাছে জানতে চাইলে তারা বলেন- প্রতিজ্ঞাবদ্ধ সুস্থ ও সচেতন চিন্তা শক্তিই পারে একটা সবুজ পৃথিবী গড়ে তুলতে । আমাদের সকল কর্মে, সকল পরিকল্পনা ও বাস্তবায়নে রাখতে চাই সবুজের স্বাক্ষর। পৃথিবী সবুজ, সুন্দর, বাসযোগ্য,অনাবিল আনন্দে পরিপূর্ণ হবে এটাই প্রত্যাশা।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে জি এম হৃদয়, আরিফুজ্জামান শান্ত, রাজন, মৃদুল, আতিক, শরিফুল, জায়ান, রুবিনা, ইথা, আছমা আক্তার, আবেশ, সিদ্দিকা তাবাস্সুম , পারুল, আলাউদ্দিন, আব্দুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।