ফতুল্লার পাগলা থেকে ৯২ বোতল বিদেশী মদসহ দুলাল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত দুলাল মিয়া ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাসের ২ নং গেইটের হাজী মমিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত মতিউর রহমানের পুত্র।
সোমবার (৫ জুন) জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাসের ২ নং গেইটের হাজী মমিনের বাড়ীর পঞ্চম তলার নীচ তলায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ভাড়াকৃত ফ্ল্যাট থেকে ৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
তিনি আরও জানান, বিদেশী মদ উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে।