বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত দুই
আসামীসহ বিভিন্ন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো মাহমুদনগর কেএনসেন রোড এলাকার রফিকুল ইসলাম খোকা
মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (২৭) ও হরিপুর এলাকার
সিদ্দিক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল (৩৫)
একরামপুর এলাকার মাখন লালের ছেলে রাজু (৩০) ও একরামপুর ইস্পাহানী
এলাকার মৃত সুরুজ্জামান মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।
গ্রেপ্তারকৃত ৪ আসামী মধ্যে শাওন ও সোহেলকে পৃথক ওয়ারেন্টে ও অপর ধৃত শাহ
আলম ও রাজুকে সিআরপিসি ১৫১ ধারায় রোববার (১১ জুন) দুপুরে আদালতে
প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১০ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০নং ওয়ার্ডের
মাহমুদনগর এলাকা থেকে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন ও বন্দর
হরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল
মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও বন্দর থানার এসআই মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস একরামপুর এলাকায়
অভিযান চালিয়ে চোর সন্দেহে রাজু ও একরামপুর ইস্পাহানী এলাকার শাহ আলমকে
আটক করে। পরে গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে ২ জনকে ওয়ারেন্টে ও অপর ২ জনকে
১৫১ ধারায় আদালতে প্রেরণ করা করা হয়েছে।