ইসলামী রাজনীতি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ জুন ) বাদ আছর নারায়ণগঞ্জ চাষাড়া জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী’র সভাপতিত্বে ও মাওলানা মাজাহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নত ওয়াল জামায়াত সভাপতি মুফতি এহ্তেশামুল হক উজানী ও প্রধান আলোচক জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাওলালা ফেরদাউসুর রহমান।
আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন’র নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল রশিদ, মাওলানা ত্যৈয়ব হোসাইনী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি এহতেশামুল হক উজানী বলেন, আল্লামা ইকবার বলেছিলেন মুসলমানদের মিল রয়েছে নামাজের মধ্যে। তেমনি মিল রেখে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নাই। অনেকে বলে ওলামায় কেরামরা কাজ করে না কাজ করে না। কিন্তু সারাদিনই তারা কাজ করে। কথায় ভাগ না হয়ে সকল আলেমকে একত্বিত থাকার আহবান জানান।
প্রধান আলোচকের বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, জেল জুলুম নতুন কিছু না। সকল ইসলামিক ফাউন্ডেশন এক প্লাট ফর্মে দাড়ালে তাদের অস্তিত্ব থাকবে না। নারায়ণগঞ্জের ৫টি আসনের একটি আসনে ঐক্যবদ্ধ দাড়ালে এমন কোন মায়ের ছেলে নাই আমাদের আসন ছিনিয়ে নেয়। একটি দেশের শীর্ষস্থানীয় পীর রক্তাক্ত হলেন, আবার নাটক করেন আমরা রক্তাক্ত দেখি নাই। এ নাটক আর মানুষ দেখতে চায় না। মানুষ সংসদে কোরআনের আসন দেখতে চায়।