ফতুল্লা পূর্ব ইসদাইর যুব সংঘ এর ব্যবস্থাপনায় অসহায় ও সুবিধা বঞ্চিত মহিলাদের জন্য শাড়ী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন ) বিকালে পূর্ব ইসদাইর বালুর মাঠে ৮শ মহিলা মাঝে এ শাড়ী বিতরণ করা হয়।
শাড়ী বিতরণ কর্মসূচীতে আর্থিক ভাবে সহযোগীতা করেন পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ ও ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা রীমা।
শাড়ী বিতরণ অনুষ্ঠানে পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন খন্দকার লৎফর রহমান স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান স্বপন বলেন, ফতুল্লা ৬ নং ওয়ার্ডে কোন কাজ অসম্পন্ন থাকবে না। ইসদাইর কোন অপেন ড্রেন থাকবেনা আমি চেষ্টা করবো এবছর বা আগামী বছরে সকলে ডাকনা লাগিয়ে দিবো। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি এবার ইউনিয়ণ পরিষদের বাজেট আগের তুলনায় অনেকটা বাড়িয়েছি তা এবার ৭ কোটি টাকা বাজেট দিয়েছি যাতে আমরা সকল কাজ করতে পাড়ি। আপনারা নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান ও তার পরিবারের জন্য দোয়া করবেন। আমি অলরেডি এসদাইরে অনেক গুলো ড্রেন করেছি যা সামনে আরো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউপি মহিলা মেম্বার ফেরদৌসি আরা অনা, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা মিছির আলী মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক ফারুক হোসেন শিমুল, সহ-সভাপতি সাইফুল ইসলাম জিবু, সদস্য মো: কমল , মো: জাহিদ, মো:রাকিব, মো: সজিব, মো: গল্প, সাজ্জাত ও মিরাজ প্রমুখ।