সিদ্ধিরগঞ্জে এক কেজি গাঁজাসহ মো: সাদ্দাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুন) রাত পৌনে ৩ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে চেকপোষ্টে তল্লাশী কালীন দৌডে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীরে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালিশিরি এলাকার মো: শানু মিয়ার ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হুমায়ুন কবির-২ জানান, শুক্রবার ভোর রাত পৌনে ৩ টায় শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে চেকপোষ্টে তল্লাশী কালীন দৌডে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীরের বুক থেকে কোমড় পর্যন্ত স্কচটেপ মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।