নারায়ণগঞ্জের ৫ উপজেলায় ৩ লাখ ২৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।
রোববার (১৮ জুন) দিনব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩”। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার নারায়ণগঞ্জে ৬-৫৯ মাস বয়সের ৩ লাখ ২৪ হাজার ৬৭৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।
এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ব্যাতিত, ৫টি উপজেলায় ৬-১১ মাস বয়ষী শিশুকে ৩৯ হাজার ৫৯৩ জন ও ১২-৫৯ বয়ষী শিশুকে ২লাখ ৮৫ হাজার ৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ৫টি উপজেলায় ১০৫৬টি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। প্রতিটি কেন্দ্রে ৩ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মো. মুশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোন ঝুকি নেই। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য গনমাধ্যম কর্মীদেরও সহযোগীতা কামনা করেন তিনি।