সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহিরুল ইসলাম (২২) কে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার তেতাভূমি গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
শনিবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহিরুল ইসলামকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে অভিনব পদ্ধতিতে নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।