জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত ৭১টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুুদুর রহমান দিপুর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, পর্যটন বিয়য়ক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, সদস্য আমজাদ হোসেন মোল্লা, পি বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সাংবাদিক শিশির চৌধুরী, অপরাধ রিপোর্ট পত্রিকার রিপোর্টার আবদুল মান্নান খান বাদল, বিশেষ প্রতিনিধি ফাতেমা আক্তার ইভা, ফটোগ্রাফার কামরুল হাসান সুমন, পি বাংলা টেলিভিশনের চিফ রিপোর্টার কাজি রাকিব আলম, মো বাবু, মোঃ তারেক ও সারোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের নির্যাতন গুম হত্যা সহ হয়রানী মুলক কার্যকলাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাগর-রুনি সহ সারাদেশে অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রান দিয়েছে। মামলা হামলার হুমকির সম্মুখীন হয়েছে শুধুমাত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে। সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনোয়ণ বাস্তবায়নে সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি, বিধায় গণমাধ্যম-কর্মিরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন, প্রতিনিয়ত সংবাদের পাতায় চোঁখ রাখলে দেখা যায়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা তথা গণমাধ্যম কর্মিরা নির্যাতনের শিকার হচ্ছে। আবার রাতের আধারে সন্ত্রীদের হাতে খুন হচ্ছে। শত শত মায়ের কোল খালি হচ্ছে। পরবর্তিতে সাংবাদিকদের হত্যার বিচার চেয়ে বিভিন্ন জেলায় মানববন্ধন হচ্ছে কিন্তু তাদের ন্যায় বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা আর এই পেশার নিয়োজিত মানুষগুলোর কারনে ঘটে যাওয়া সংবাদ পরের দিন পত্রিকার মাধ্যমে রাষ্ট্রের মানুষগুলো অবগত হচ্ছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে এখন সুরক্ষিত নয়, তাই সংবাদ-পত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।
খন্দকার মাসুদুর রহমান দিপু আরও বলেন, সম্প্রতি জামালপুরে ৭১টিভির প্রতিনিধি সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধু সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তার ওপর এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে প্রাণ দিতে হলো। নাদিমের অপরাধ সে এই ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে। এজন্য তাকে দুই দফায় হামলা চালিয়ে হত্যা করা হয়। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে ফাঁসানোর চেষ্টা করেও সফল না হয়ে শেষ পর্যন্ত চলন্ত মোটর সাইকেল থেকে নামিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে চেয়ারম্যানের গুন্ডা বাহিনী। আমরা সরকারের কাছ থেকে আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের জন্য দাবি জানাচ্ছি। এ অপরাধিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ হতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবি জানাাই, সেই সাথে দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করে এই বিচার কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি।