নারায়ণগঞ্জে শহরের প্রাণকেন্দ্র দেশি-বিদেশি মানসম্মত আধুনিক ও অভিজাত খাবার নিয়ে হান্ডি মাটন রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার ( ১৯জুন ) সকালে ২০৭/৪, বঙ্গবন্ধু সড়ক, (ডি.এইচ.এল এর পাশে) দোয়া ও ফিতা কাটার মাধ্যমে
হান্ডি মাটন রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও হোটেল মালিক সমিতি অ্যাসোসিয়েশন সভাপতি মনিরুজ্জামান মনির।
হান্ডি মাটন রেস্টুরেন্ট কর্ণধার শাহরিয়ার মোহাম্মদ মারুফ বলেন, নারায়ণগঞ্জের খুব ঘনবসতি হওয়ায় এবং ভালো মানের রেস্টুরেন্টের সংখ্যা কম ছিল বলে একটি আধুনিক ও মানসম্মত রেস্টুরেন্ট’র করার পরিকল্পনা করি। এছাড়া এ হান্ডি মাটন রেস্টুরেন্টে রয়েছে সম্পূর্ণরূপে দেশে ও বিদেশী খাবার। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে হান্ডি মাটন কতটা জনপ্রিয় তাই নারায়ণগঞ্জ এ প্রথম সম্পূর্ণরূপে ইন্ডিয়ান হায়দ্রাবাদের বিরিয়ানি সহ নানা প্রকার ইন্ডিয়ান খাবার রয়েছে আমাদের কাছে। এছাড়া খাদ্য নিরাপত্তা যেটাকে বলে সেভ ফুট খেতে পারে। সেদিকে লক্ষ্য রেখে খাবারের গুণগত মান ও খাবারের নিরাপদ রেখে কাস্টমারদের কাছে পরিবেশন করব। এছাড়া এখানে রয়েছে মনোরম পরিবেশ। আমাদের কাছে যেন মানুষ পরিপূর্ণ সেবা পায় আমরা সেদিকে লক্ষ্য রাখবো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মো. আব্দুল ওহাব, বাংলাদেশ হোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির, হান্ডি মাটন এর ম্যানেজার সোহাগ প্রমুখ।