নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রামে স্বেচ্ছাসেবক বানানোর জন্য আমার নাতি নাতনীদের কষ্ট দিবেন না। খবরদার। ওরাই আজকের প্রধান অতিথি। ওরাই হচ্ছে অসামি দিনের ভবিষ্যত প্রজন্ম। এদের মধ্যে থেকে হয়ত একদিন মেধা বিকশিত হয়ে সরকারী বড় অফিসার, এমপি কিংবা মন্ত্রীও হতে পারে। অতএব পোশাক পড়িয়ে গার্ডদের মত অসামি দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীদের কোন প্রকার কষ্ট দেওয়া যাবে না। আমি প্রয়োজনে আবার আসব এই শিক্ষা প্রতিষ্ঠানে। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাল্টিমিডিয়া ক্লাস করতে একটি নতুন আঙ্গিকে কক্ষ দিতে আমি খুব দ্রুত ব্যবস্থা করব।
মঙ্গলবার (২০জুন) সকাল ১১টায় নবীগঞ্জ এলাকাস্থ হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৬ষ্ঠ তলা ভবনের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার সরকার। শিক্ষা বিকাশে এই সরকার ব্যাপক কাজ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করছি। এটাই আমার স্বার্থকতা একজন মুক্তিযোদ্ধা হিসেবে । আমি এখনও যুদ্ধ করছি।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুশিক্ষায় শিক্ষিত হবে। এবং সারা বিশে^ বাংলাদেশের মূখ উজ্জল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে তোমাদেরও কাজ করতে হবে।
হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিশা রানী কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ সালাম, উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম খান, বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক, ব্যবসায়ী চানমিয়া, নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কায়সার আশা, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, সাবেক সহসভাপতি রাজু আহমেদ সুজন প্রমূখ।