ফতুল্লা থানার পশ্চিম তল্লা সবুজবাগ এলাকায় মোঃ মনির হোসেন গং রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও সড়কের জায়গা না ছেড়ে এবং চলাচলের সড়কের উপর শিড়ির চৌকি দিয়ে জনগনের যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি করে বহুতল ভবন ণিমান করে যাচ্ছেন বলে চরম অভিযোগ করেছেন এলাকাবাসী। এমনকি এলাকাবাসী সহ পঞ্চায়েত কমিটি মৌখিকভাবে বললে ও কোন প্রতিকার না পেয়ে অবশেষে তারা গত ২০ জুন ঢাকা রাজধানী উন্নয়ন কতৃপক্ষ অথরাইজড জেলা অফিসার ও গত ২৩ জুন বৃহস্পতিবার ঢাকা রাজধানী উন্নয়ন কতৃপক্ষ রাজউকের চেয়ারম্যানের বরাবর মনির হোসেন গং এর বিরুদ্ধ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ্য যে, ফতুল্লা সবুজবাগ এলাকার ওসমান গনির ছেলে মোঃ মনির হোসেন গং রাজউকের নকশাবিহীন অনুমোদিত নকশাবিহীন ও রাস্তার জায়গা দখল করে ও সড়কের জায়গা না ছেড়ে বহুতল ভবন ণিমান করছেন। এতে করে সাধারন জনগন সহ সব শ্রেনীর পেশাজিবী মানুষ স্বাভাবিকভাবে জীবন করা কষ্টকর হয়ে পড়বে।
এছাড়া উল্লেখিত সড়ক দিয় একটি রিকশা গেলে অপর এক রিকশা যেতে পারে না। এমতাবস্থায় সড়কের জায়গা দখল করে বহুতল ভবন করায় যানবাহন যাতায়াত করা কঠিন হয়ে পড়বে। এমনকি কোন রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সড়ক সরু হওয়ার কারনে আরো সম্যার সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। সড়কের জায়গা ছেড়ে যাতে মোঃ মনির হোসেন গং বহুতল ভবন ণিমান করেন এটাই এলাকাবাসীর দাবী। এ ব্যারে রাজউকের উধবতন কমকতার হস্তক্ষেপ কামনা করেছেন অত্র এলাকাবাসী সহ সচেতন মহল।