1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় আগুন সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে না.গঞ্জে সংবাদ সম্মেলন অপহরণের আড়াই মাস পর ৯ম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিরা ২ দিনের রিমাণ্ডে সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ জেলা মটরস ওয়ার্কসপ ইউনিয়নের এসপি বরাবর স্মারকলিপি প্রদান বন্দরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ 

রহস্যজনক কারণে নিশ্চুপ নাসিক, শত কোটি টাকার প্রকল্পে পশুর হাট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৪১ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডে বালুর মাঠে অস্থায়ী পশুর হাটের ইজারা দিলেও ইজারাদার সালাম ইজারার শর্ত উপেক্ষা করে মহল্লার অলিগলি ও ডিএনডি খালের পাড়ের সৌন্দর্যবর্ধন অংশে পরিবেশ রক্ষায় বনায়ণ করা গাছ নষ্ট করে অস্থায়ী পশুর হাট বসিয়েছে। ইজারা চুড়ান্ত হওয়ার আগেই এ হাটটি শুরু হলেও রহস্যজনক কারণে নিশ্চুপ রয়েছে নাসিক কর্তৃপক্ষ।

 

এদিকে হাট নিয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেনের ভুমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ডিএনডি খালের পাড়ের সৌন্দর্যবর্ধন এলাকা ও মহল্লার অলিগলিতে পশুর হাট বসলে কোন সমস্যা হবেনা কাউন্সিলরের এরূপ বক্তব্যে বিষ্ময় প্রকাশ করেন এলাকাবাসি।

 

অপরদিকে এলাকার শীর্ষ প্রভাবশালীরা নেপথ্যে থেকে এ হাটের সাথে জড়িত থাকায় কেউ হাট ইজারাদারদের অনিয়মের বিরুদ্ধে কোনো অভিযোগ করারও সাহস পাচ্ছেনা।

 

স্থ্নানীয়রা বলছেন এই হাটের কারনে নাগরিক সুবিধা বঞ্চিতসহ বিভিন্ন সমস্যার মধ্যে তারা দিনাতিপাত করলেও নাসিক কর্তৃপক্ষ কেনো নিশ্চুপ রয়েছেন তা তাদের বোধগম্য নয়। এ হাটটি পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি থেকে ওয়ার্ডবাসীকে মুক্ত করতে ও শত কোটি টাকার প্রকল্পের দুরাবস্থার অবসান করতে জরুরী ব্যবস্থা নেয়ার জন্য নগর মাতা মেয়র আইভীর প্রতি স্থানীয়রা বিশেষ অনুরোধ জ্ঞাপন করেন।
সরেজমিনে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জ পুল কবরাস্থনের পর থেকে হিরাঝিল পর্যন্ত ডিএনডি খালের পাড়ের সৌন্দর্যবর্ধন অংশে পরিবেশ রক্ষায় বনায়ণ করা গাছ নষ্ট করে অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে বলে।
এছাড়াও এ হাটের কারণে লোকজনের চলাচলে বিঘ্ন ঘটছে এবং আবাসিক এলাকার ভিতরে হাট আরও বিস্তৃত হওয়ায় পশুর বর্জে দূর্গন্ধে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। দিন শেষ হলেও গভীর রাত পর্যন্ত হাটের মাইকের উচ্চ শব্দে প্রচুর শব্দ দূষণ হচ্ছে। এতে নারী শিশু ও বায়োজৈষ্ঠদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। ইভটিজিং এর শিকার হচ্ছে মেয়েরা। এছাড়া নবনির্মিত আরসিসি রাস্তায়ও গরু রাখতে দেখা গেছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। আমরা খালপাড়ের সৌন্দর্য বর্ধন অংশে কোনো হাটের ইজারা দেয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খালের সাড়ে পাঁচ কিলোমিটার অংশের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) লেক তৈরির কাজ পুরোপুরি শেষ হয়নি। খালটি উদ্ধার এবং নির্মল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিটি গভার্নেন্স প্রকল্পের (সিজিপি) আওতায় ২০১৮-১৯ অর্থবছরে সিদ্ধিরগঞ্জ পুনঃখননসহ রাস্তা, ড্রেন, ওয়াকওয়ে, ল্যান্ডস্কেপিংসহ সৌন্দর্যবর্ধন শীর্ষক প্রকল্পটি হাতে নেয়। ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ৩ মে দুই ধাপে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্পটির কাজের উদ্বোধন করেন।

 

নাসিক ৩নং ওয়ার্ডের গলাকাটা পুল থেকে ৮নং ওয়ার্ডের ভাঙ্গারপুল পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার ডিএনডি খালের সৌন্দর্যবর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং লেকের ওপর ছয়টি ব্রিজ নির্মাণে ৩৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ন বিল্ডার্স প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL