ফতুল্লার মাসদাইর থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আখি ওরফে কুট্টি (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আখি ওরফে কুট্টি ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমুলির সিরাজ মিয়ার ভাড়াটিয়া মো. বাপ্পির স্ত্রী।
রোবাবার রাতে তাকে ফতুল্ল্ার দেওভোগ বাশমূলীস্থ সিরাজের বাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোবাবার রাত আটটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক সহকারী উপ পরিদর্শক মো. রোকনুজ্জামন সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার
দেওভোগ বাশমূলীস্থ সিরাজের বাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আখি ওরফে কুট্রিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।