নারায়ণগঞ্জ টানবাজার ও বন্দর ২নং খেয়াঘাট মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঘাটের শুভ উদ্বোধন হয়েছে। বন্দর স্কুল ঘাট ও টানবাজার খেয়া ঘাটের ইজারাদার এইচ এম রাসেল।
শনিবার পহেলা জুলাই বাদ আছর টানবাজার ঘাটে ইজারাদার এইচ এম রাসেল এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এইচ এম রাসেল জানান, প্রতি বছরে এ ঘাটের দরপত্রে মাধ্যমে ইজারা হয়ে থাকে , চলতি বছরে মে মাসের ১৭ তারিখে এঘাটের টেন্ডার হয়। সরকারি দরপত্রে সর্বচ্চ মূল্যে আমি ইজারা পাই। নিয়ম অনুযাই আজ ১ জুলাই থেকে আমরা এঘাটের দায়িত্ব পাই। এ ঘাটের দায়িত্ব পাওয়ার পর থেকে বন্দর বাসীর পারাপারের সুবিধার্থে রেখেছি, বিষেশ সু-ব্যবস্থা,ইঞ্জিল চালিত ট্রলারেরর সংখ্যও বাড়িয়েছি জনদরদি এমপি একে এম সেলিম ওসমান মহোদয জনসাধারণ যাতে কোন প্রকারের দুর্ভোগে পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখেছি। এবং ভোর সয়টার থেকে রাত বারটা পর্যন্ত ঘাট চালু রাখারও ব্যবস্থা করেছি। তা ছাড়া যাত্রী পারাপারের টোল ফ্রি সর্বনিম্ন জন প্রতি দুই টাকা করে নির্ধারণ করেছি। মুসলিম ও সনাতন ধর্মবলির যে কোন উৎসবের সময়ও পারাপারের টোল একই অবস্থানে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক – ক্রীড়া সম্পাদ ও জেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক জে আর রাসেল, সিদ্ধিরগঞ্জ আওয়ামীলীগের নেতা এনামুল হক ভূঁইয়া বাদল, মহানগর মুক্তিযুদ্ধা প্রজন্ম সংসদের সভাপতি হামদান- উর রহমান শান্ত, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ভূঁইয়া, রাসেদুল ইসলাম রানা, জাফর, ডালিম ভূইয়া, আনোয়ার পারভেজ সুজন, মো. জাহাঙ্গীর হোসেন, তোফাজ্জল হোসেন, সূদীর বাবু , সিমুল, ছাত্র নেতা রায়হান ভূঁইয়া সহ টানবাজার এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ।
ঘাট শুভ উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নোমান আল-কাদেরী।