রুপগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. শফিকুর রহমান মাতব্বর @ শফিকুর রহমান ভূইয়া (৫৩) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের এক হাজার দুইশতপঞ্চাশ টাকাজব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুর রহমান ভূইয়া উপজেলার রুপসী (কাহিনা) এলাকার মৃত হাজী নাজির উদ্দিনের ছেলে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার উপজেলার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এবং তার নিকট থেকে মাদক বিক্রয়ের এক হাজার দুইশতপঞ্চাশ টাকাজব্দ করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের সংগ্রহ করে নারায়ণগঞ্জের রুপগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মদক মামলা রুজু করা হয়েছে।