রূপগঞ্জে দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না পেয়ে কায়েতপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মঈন উদ্দিন আহমেদ মানিককে কুপিয়ে জখম করেছে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। এতে ওই ইউপি সদস্যের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে স্বজনরা জানায়।
রবিবার (৯ জুলাই) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত ইউপি সদস্যের ছোট ভাইয়ের স্ত্রী তাহমিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আহত ইউপি সদস্য মঈনউদ্দিন আহমেদ মানিক ।
মামলার বাদি তাহমিনা জানান, তার ভাসুর মঈনউদ্দিন আহমেদ মানিক খলাবাড়ীর টেক থেকে কবরস্থান রাস্তা নির্মান কাজ করাচ্ছিলেন। ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ নাজমুল এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একই এলাকার ইব্রাহিম, শাহিন, শাকিল, সুলতান, মোমেন, করিমসহ ৫০/৬০ জন মিলে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার ভাসুর ইউপি সদস্য মঈনউদ্দিন আহমেদ মানিকের উপর হামলা চালায়। এসময় হামলাকরীরা এলোপাতাড়ি কুপিয়ে ইউপি সদস্যকে আহত কওে এবং বাম চোখ নষ্ট করে ফেলে।
পরে তার আত্মচিৎকার তার স্বামী মুকুল আহমেদ এগিয়ে আসলে তারা তাকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।