রূপগঞ্জে একটি মুরগির খামার থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (৯ জুলাই) ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাছিমপুর কান্দিরপাড়া এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং মাসাব এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)। র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।