1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

ঐতিহ্যবাহী মাছঘাট নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় লিপ্ত,ধৈর্যের ভাধ ভেঙে গেলে বৃহত্তর আন্দোলনে 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩০৯ Time View

দীর্ঘ দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মাছঘাট নিয়ে
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় লিপ্ত রয়েছে দুষ্কৃতকারী। বিআইডব্লিউটিএ নদী-বন্দর পোর্ট সড়ক দখল নিতে অপপ্রচার চালিয়ে মরিয়া হয়ে উঠেছে এক অসাধু পরিবহন ব্যবসায়ী। এ পোর্টে ইজারাদারদের মালামাল ছাড়া অন্যকোন পরিবহন পোর্ট এলাকায় অনুমতি না থাকা সত্ত্বেও প্রবেশে বাধা মানছেন না নারায়ণগঞ্জ পরিবহনের এক অসাধু বব্যবসায়ী ব্যাক্তি। ইজারাদার ও মাছ ঘাট মৎস্য আড়ৎদার বব্যবসায়ী সমবায় সমিতি ও বব্যবসায়ীদের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

 

ইজারাদার সাইদুর রহমান বাবু বলেন, এ মাছ ঘাটের টেন্ডার হয়েছে ঢাকা বিআইডব্লিউটিএ কার্যালয়ে। আমরা সর্বচ্চ মূল্যে ইজারা পেয়ে এ মাছ ঘাট পরিচালনা করে আছি। পূর্বের থেকে এ ৩ নং মাছ ঘাটে এভাবে মাছ বিক্রি করে আসছে। পরিবহন বা তাদের শ্রমিকদের সাথে আমাদের কোন বিভেদ নেই। আমাদের মাছ বব্যবসায়ী দের সুবিধার্থে এবং ময়লা পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য আমরা ইজারা পেয়ে এ ঘাটে ডিপ টিউবয়েল বসিয়েছি। এ ডিপ টিউবয়েল থেকে তাদের শ্রমিকরা গাড়ি পরিস্কার ও তাদের ব্যবহারের জন্য পানি নিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকে এবং আমরাও তাদের পানি দিয়ে সহয়তায় করি। যে সড়ক নিয়ে কথা উঠেছে বিআইডব্লিউটিএ কাছ থেকে ইজারা নিয়েছি আমরা কি পরিবহন সেক্টর থেকে ইজারা নিয়েছি! যেহেতুক তাদের সিমানা আলাদা আমার সিমানা আলাদা। আমরা কোন অনিয়ম করলে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ ও আনছারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করেন।

তিনি আরোও বলেন, এখানে বিআইডব্লিউটিএর ৪ টা ঘাট রয়েছে একটি ঘাট দিয়ে যাত্রী সহ মালামাল আসা যাওয়া করবে এটাই স্বাভাবিক কিন্ত পোর্ট এলাকায় অন্যকোন পরিবহন আসে কি করে। বিগত দিনে তারা ৩০ বছর ঘাট পরিচালনা করেছে তখন কোন সমস্যা হয়নি এখন ইজারাদার পরিবর্তন হওয়াতে সমস্যা হয়ে গেছে। তাদের পরিবহন স্টান ও মাছ ঘাট এর মাঝে রয়েছে বিআইডব্লিউটিএ অফিস। অপরিচ্ছন্ন ও সমস্যা হলে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ আমাদের কে অবগত করতেন। এতদিন দুর্গন্ধ ও যাতায়াতের সমস্যা হয়নি তাদের এখন আমি আসার পরে তাদের সমস্যার শেষ নেই। কেউ উদ্দেশ্যপূর্ণ ভাবে আমাদের সাথে এ কাজ করছে। তারা আগে ঘাট ও পরিবহন এক সাথে করেছে তখনতো তারা এতো অভিযোগ করেন নাই। আমাদের মত এতো পরিস্কার পরিচ্ছন্নতার জন্য পানির ব্যবস্থা করেন নাই। এসড়ক বিআইডব্লিউটিএ নিজস্ব সড়ক।

 

নারায়ণগঞ্জ ৩ নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী মালিক সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো. হোসেন ছনি বলেন, ঐতিহ্যবাহী মাছঘাটে আমি ৪র্থ পুরুষ হিসেবে আমি ব্যবসা করেছি। ১৯৬৩ সালে বিআইডব্লিউটিএ অফিস এখানে হয়। কিন্তু অফিস হওয়ার পূর্বে আমাদের এঘাট শত বছরের পুরনো ঘাট। এখানে মাননীয় সংসদ সদস্য এমপি সেলিম ওসমান সাহেবও ব্যবসা করে গেছেন। এখন নতুন করে অভিযোগ তুলেছে আমরা ময়লার দুর্গন্ধ ও তাদের যাতায়তের বিঘ্ন ঘটচ্ছি। তাদের এই অসাধু কাল্পনিক কথায় আমরা নিজেরাও বিব্রত বোধ করছি।

তিনি আরোও বলেন,চারারগোপ থেকে ধরে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গার কাচা মালামাল লোড আনলোড হয়। যেহেতুক এ সড়ক বিআইডব্লিউটিএ ‘র নিজস্ব সড়ক! কোন গাড়ি আটকিয়ে রাখা কোন প্রশ্নই উঠেনা। শিবলি মাহমুদ ইজারা পাওয়ার পরে এখানে একটি সামারসিবল ডিপ-টিউবয়েল বসিয়ে দেয়। সমগ্র মাছ ঘাট এ পাম্পের মাধ্যমে পরিস্কার করা হয়। এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। দুর্গন্ধ হলে এত শত শত হাজার হাজার মানুষ এখানে আসতো না। তাদের এমন কথায় আমরা বব্যবসায়ী মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারাতো আগেতো ইজারাদার ছিল এখন পরিবর্তন হওয়া এত কিছুর সম্মুখীন হতে হচ্ছে। এটা সড়ক ও জনপদের সড়ক নয় বিআইডব্লিউটিএ সড়ক। আমাদের এখানে কেউ বাধা শৃষ্টি করলে সাধারণ মানুষ কোথায় যাবে এবং এখানে ৪টা সংস্থার মাধ্যমে ২৫ শ লোকের কর্মসংস্থান রয়েছে। নারায়ণগঞ্জ ও জেলার আশেপাশের ২৫/৩০ হাজার খুচরা মাছ ক্রেতা পাইকারি কিনতে আসে। প্রয়াত এমপি নাসিম ওসমান সাহেবকে আল্লাহ বেহস্ত নসিব করেন। তিনি থাকতে আমাদের প্রতিনিয়তই খোজ খবর রাখতেন। উৎসব পরিবহন আহসানউল্লা ইজারা নাপেয়ে যাখুশি তাই করবে ধৈর্যের ভাধ ভেঙে গেলে আমরা মাছ ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে যাব। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি সহ আমাদের অফিস ভাংচুর করেছে।

 

এসময় উপস্থিত ছিলেন, ৩নং মাছ ঘাটের ইজারাদার সাইদুর রগমান বাবু, ঘাট মৎস্য আড়ৎদার বব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা মজিবর রহমান, সেক্রেটারী মো.হোসেন ছনি, কার্যকরী সদস্য নারায়ণ দাস, সিদ্দকুর রহমান সুমন, বব্যবসায়ী আলঙ্গীর গোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL