নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ফতুল্লার তল্লায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ জুয়া খেলারতবস্থায় ১৪ জুয়ারি কে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লার মডেল গার্মেন্টস সংলগ্ন রিপন ওরফে নিপার অটো গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় ১৪ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জুয়া খেলার ২ বান্ডিল(১০৪ পিছ) তাস ও নগদ ১০ হাজার ২শত ৫০ টাকা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো রিপন ওরফে নিপা (৪২), সুমন (৩০), মো. ইসমাইল (৩৫), ইব্রাহিম (৩৮), মো. মামুন (৩২), আমজাদ আলী শেখ (৩৪), দেলোয়ার (৩৫), মো. মোতালেব (৩৫), আনোয়ার হোসেন (৪২), সাইফুল (৪০), মো. পারভেজ (৩৫), আক্কাস আলী (৪০), মো. ফারুক (৫০) ও শফি আলম (৫০)।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফতুল্লার পশ্চিম তল্লাস্থ মডেল গার্মেন্টস সংলন রিপন ওরফে নিপার অটোরিক্সার ভিতরে একটি রুমে জুয়া খেলার আসর বসিয়ে নগদ অর্থের ফায়দা আদায় করে আসছিলো রিপন ওরফে নিপা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) এর উপ-পরিদর্শক শিবলী কায়েস মীর, উপ-পরিদর্শক আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার পশ্চিম তল্লার মডেল গার্মেন্টস সংলগ্ন রিপন ওরফে নিপার অটো গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় ১৪ জুয়ারি কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) র উপ-পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছে।