রূপগঞ্জে ৬৮ হাজার ৬০ টাকার জাল নোটসহ মো. আবুল কাশেম ওরফে জসীম উদ্দীন (২৫) এবং তার সহযোগী মো. রুবেল মিয়া (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার ২৮৪ টাকা জব্দ করা হয়।
র্যাব- ৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করতো বলে দ্বায় স্বীকার করেছে।
এ চক্রের একাধিক সিন্ডিকেট রয়েছে বলে তথ্য দিয়েছে। এসব বিষয় খতিয়ে দেখে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।