বেক্সিমকো কোম্পানীর গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশনে অব্যস্থাপনায় চরম বিপাকে পড়েছে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় দুই খুচরা বিক্রেতা হাজী জালাল ও রহিম।
জানাগেছে, বেক্সিমকো কোম্পানীর গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশনশীপ পেয়েছেন আব্দুল ওহাব হাজী স্বপন।এ ডিস্ট্রিবিউশনশীপে ব্যবসার অংশীদার তার মেয়ের জামাতা ইব্রাহিম মোমেন খান ও গোলাম কিবরিয়া। তারা তিনজন দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। এমবস্থায় তারা নিজেদের মধ্যে দ্ব›েদ্ব পরিনত হয়েছে। তাদের এ চরম দ্ব›েদ্ব বিপাকে পড়েন খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা।
বর্তমানে তাদের এ দ্ব›েদ্ব বন্দর উপজেলার মুছাপুর ইউপির লাঙ্গলবন্দের ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবার। তাদের নামের পাশে ডিলার পরিচিত ব্যাক্তিত্ব। হাজী জালাল ও তার ভাতিজা রহিম এ পরিবারের সদস্য।ভূক্তভোগী হাজী জালাল জানান, নামধারি সাংবাদিক চক্র নিজেদের ফয়দা লুটতে এক পক্ষই ভাবে আমার বিরুদ্ধে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রির একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের পর নিকি ট্রেডিং এর অংশীদার গোলাম কিবরিয়া প্রকৃত ঘটনার তুলে ধরেছেন।গোলাম কিবরিয়া জানান, নিকি ট্রেডিং এর আমি একজন পার্টনার। আমি জালালকে বেক্সিমকো কোম্পানীর সিলিন্ডার সরবরাহ করে আসছি। স্বপন ব্যবসায়ীক লেনদেন নিয়ে আমার সঙ্গে প্রতারণা করে আসছেন। নিকি ট্রেডিং এর প্রোপাইটর আব্দর ওহাব ভূঁইয়া স্বপন জানান, আমার সঙ্গে তারা প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। আমি বন্দর উপজেলার ডিলার। আমি জালাল ও রহিমকে বেক্সিমকো কোম্পানীর সিলিন্ডার সরবরাহ করেনি। তারা এ সিলিন্ডার কোথা থেকে পাইলেন।