ফতুল্লায় ইজি বাইক চালক “হযরত বিল্লাল” হত্যা মামলার পলাতক আসামি বোরহান (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বোরহান জামিনে থেকে আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলো।
রবিবার দুুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব জানায় শনিবার জেলার ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি বোরহানকে গ্রেপ্তার কার হয়। গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা মডেল থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিহত ভিকটিম ব্যাটারি চালিত ইজি বাইক চালক হযরত বিল্লাল(৩২) ফতুল্লা থানাধীন জনৈক মুসলিম গ্যারেজ হতে ইজি বাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে প্রতিদিনের ন্যায় ইজি বাইক চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
ভিকটিমের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার সাথে যোগাযোগ করতে না পেরে তার স্ত্রী তার ননদের স্বামী বিপ্লবকে বিষয়টি জানায়। বিপ্লব পরদিন রাতে ভিকটিমের স্ত্রীকে ফোন করে জানায় যে, দুষ্কৃতিকারীরা তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে আহত অবস্থায় বক্তাবলি ফেরীঘাটের নিকট কাশিপুরগামী রাস্তার পাশে খালের মধ্যে ফেলে রেখে ভিকটিমের ইজি বাইকটি নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে তিন দুষ্কৃতিকারীকে আটক করে। পরে ভিকটিমকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৭(০৯)২০ইং, ধারা- ৩৯৪/৩০২/৪১১/৩৪ পেনাল কোড।