গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি হাজীনগর নিজাম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ রুবেল (২৮), শিমরাইল টেকপাড়া আশ্রাফ উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন (৩২),শিমরাইল টেকপাড়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে ইমু (২৫), শিমরাইল সালুর বাড়ীর ভাড়াটিয়া জামির আলীর ছেলে মোঃ হুসাইন (২৩)। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সাধারণ ডায়েরী নং-৫০৭।
গত শনিবার (২২ জুলাই ) জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র বিশেষ অভিযান পরিচালনা করাকালে ২৩ জুলাই গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাক স্ট্যান্ডের পিছনে আশরাফ উদ্দিনের শিমরাইল বোর্ডিং এর ভিতর থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শিবলী কায়েস মীর জানান,বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে শিমরাইল সাকিনস্থ শিমরাইল ট্রাক স্ট্যান্ডের পিছনে আশরাফ উদ্দিনের শিমরাইল বোর্ডিং এর ভিতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় সময় ৪০ বোতল ফেনসিডিল সহ উপরোক্ত ৪ মাদক বব্যবসায়ীকে গ্রেপ্তার করি যার বাজার মূল্য অনুমান ১,৬০,০০০/-(একলক্ষ ষাট হাজার) টাকা।