আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে ঢাকা আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। পরে তুরাগ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, বুধবার (২৬ জুলাই) বিকেল তিনটার দিকে আশুলিয়া দৌড় নামক এলাকার চেকপোস্টে থেকে ইউসুফ ইসলাম ভূঁইয়া ও তার গাড়িচালককে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দেয়।
পরেরদিন বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইউসুফ আলী ভূঁইয়াকে তুরাগ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়। দুপুরে ইউসুফ আলী ভূঁইয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ বলেন, বুধবার সাভার থেকে আড়াইহাজার ফেরার পথে আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে তুরাগ থানা পুলিশ আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দিলেও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ নির্দেশ দেন।
তিনি আরও বলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে গ্ৰেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে ইউসুফ আলী ভূঁইয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।