২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জল সংগ্রাম ও সাফল্যের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দগণ কেককেটে দিবসটি পালন করেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে নগরীর ২ নং রেল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, গোলাম কিবরিয়া খোকন, ইকবাল হোসেন, রাসেল সিকদার, আনোয়ার, হাসান, শাকিল, মহানগর এর সাধারণ সম্পাদক প্রার্থী কায়কোবাদ রুবেল, সামাদ, মাহাবুব, রফিক, রাজিব, পাপ্পু, সাদিম, সায়মন, মোক্তার,শেখ রনি সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতৃবৃন্দ।