কেন্দ্রীয় বিএনপির একদফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে আতাউর রহমান মুকুলের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের জনজমায়েত পরিনত হয়।
শুক্রবার (২৮ জুলাই) বাদ জুম্মা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা পল্টন সমাবেশ স্থলে যোগদান করে।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আতাউর রহমান মুকুলের নির্দেশ মোতাবেক বিভিন্ন ভাবে ঢাকার ফকিরাপুল সংলগ্ন পারাবত ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের সমাগমে জনজমায়েতে পরিনত হয়।
পরে বেলা ২ টায় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে ফকিরাপুল ও তার আশপাশের এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পল্টন মহাসমাবেশে যোগদান করেন।
এসময়ে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী শ্লোগান দিতে থাকেন।
এসময়ে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃতে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেন, মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন,
সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. আবুল কালাম আজাদ, আমিনুর ইসলাম মিঠু, দিদার খন্দকার, রাশেদুল ইসলাম টিটু, এ্যাড. মোস্তাক আহম্মেদ, বন্দর থানা বিএনপির আহবায়ক হান্নান সরকার, সদস্য সচিব এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, সিনিয়র যুগ্ম-আহবায়ক সুলতান আহম্মেদ, নেছাপর উদ্দিন আহম্মেদ, পনির ভূইয়া, ফারুক চৌধুরী,
আল-মামুন, মোস্তাকুর রহমান মোস্তাক, বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. বিল্লাল হোসেন, মহানগর বিএনপি নেতা মহিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শহীদ সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।