পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যন আলহাজ্ব মো.সোহাগ উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৯ জুলাই ) সকালে নারায়ণগঞ্জ শহরে ২নং গেইটস্থ মনির হোটেল সংলগ্নে ৭৪নং বিবি রোড উকিল পাড়া দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ এর আয়োজনে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, ধর্মপ্রাণ মুসলমানদের বেহেস্তের যুবকদের সরদার ইমাম হুসাইন করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। তার স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যন আলহাজ্ব মো.সোহাগ সাহেবের আর্থিক সহযোগীতায় আজকের এ আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, মীম শরৎ গ্রুপ এর আইটি সাব্বির আহম্মেদ, মার্কেটিং ম্যানেজার লতিব সিদ্দিক রতন, কামাল, হাসান, অফিস অডিট মাসুদ, মোস্তাফিজ, রাকিব প্রমুখ।