1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় আগুন সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে না.গঞ্জে সংবাদ সম্মেলন অপহরণের আড়াই মাস পর ৯ম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিরা ২ দিনের রিমাণ্ডে সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ জেলা মটরস ওয়ার্কসপ ইউনিয়নের এসপি বরাবর স্মারকলিপি প্রদান বন্দরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ 

নাসিক থেকে জমি পেলে সামনের বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৩২ Time View

নারায়ণগঞ্জ-ঢাকাপথে নতুন নয় পুরোনো লাইনেই আজ থেকে চলবে ট্রেন নতুন ডুয়েলগেজ লাইনের কাজের অগ্রগতি ৮২ শতাংশ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ঘোষনা অনুযায়ী আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে আবারও চালু হচ্ছে নারায়ণগঞ্জ-ঢাকা পথে ট্রেন চলাচল।

 

তিন মাসের বদলে আট মাস বন্ধ থাকার পর এ ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ নিয়ে নারায়ণগঞ্জবাসীর মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। তবে ট্রেন চলবে পুরোনো মিটারগেজ রেললাইনেই। ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ পথে দিনে ১৬টি ট্রেন চলাচল করত। যাতায়াত করত অন্তত ৩০ হাজার যাত্রী।

 

নারায়ণগঞ্জ রেল ষ্টেশন ম্যনেজার মো. কামরুল ইসলাম জানান, ট্রেন চলাচলের জন্য সব ধরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। এখন থেকে পূর্বের মতই ট্রেন চলবে । ভোর ৬টা ৫মিনিট থেকে চলাচল শুরু হবে। প্রাথমিক অবস্থায় আপ-ডাউন আটটি ট্রিপ চলবে।
সূত্রমতে, এই পথের নতুন ডুয়েলগেজ লাইন প্রকল্পের সময়সীমা গত বছরের ডিসেম্বরে শেষ হলেও কাজের অগ্রগতি ৮২ শতাংশ। সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের নতুন ডুয়েলগেজ লাইনের নির্মিত অংশ পরীক্ষা করেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর থেকে গেন্ডারিয়া অংশে তিনটি রেললাইন নির্মাণ দ্রুত শেষ করতে এবং নারায়ণগঞ্জ-ঢাকা লাইনকে ডাবল লাইনে উন্নীত করতে গত বছরের ৪ ডিসেম্বর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ করা হয়। বলা হয়েছিল, তিন মাস পরেই আবার ট্রেন চলবে।

নারায়ণগঞ্জ-ঢাকা ডুয়েলগেজ লাইন প্রকল্পের পরিচালক সেলিম রউফ বলেন, আগে নারায়ণগঞ্জ-ঢাকা পথে যে পুরোনো সিঙ্গেল লাইন ছিল, সেটিই আবার চালু করা হবে। নতুন ডুয়েলগেজ লাইন প্রকল্প শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে। সেটি চালু হলে পুরোনো লাইন নতুন করে সংস্কার করা হবে।
প্রকল্প সূত্র বলছে, বাংলাদেশ রেলওয়ে ২০১৪ সালের জুলাইয়ে ৩৭৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ-ঢাকা ডুয়েলগেজ রেললাইন প্রকল্প নেয়। প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ঠিকাদার নিয়োগ হয়নি।
সর্বশেষ সময়সীমা গত বছরের ডিসেম্বরে শেষ হয়। এ পর্যন্ত প্রকল্পের ৮২ শতাংশ অগ্রগতি হয়েছে। ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫৮ কোটি ৩৪ লাখ টাকা। এই লাইনের সিগন্যালিংয়ের কাজ শুরু হয়নি। শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষাঢ়া ও নারায়ণগঞ্জ স্টেশন উন্নয়নের কাজ চলছে।

 

সেলিম রউফ আরও বলেন, নারায়ণগঞ্জ রেলস্টেশন সম্প্রসারণ ও পাগলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দুই কিলোমিটার রেলপথের কাজ জমির অভাবে বন্ধ ছিল। এ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তবে সিটি করপোরেশনের কাছ থেকে এখনো জমি বুঝে পাওয়া যায়নি। এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে জমি পেলে সামনের বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

 

প্রকল্প সূত্র বলছে, চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি করপোরেশনের অংশের রাস্তায় অনেক যানবাহন চলে। তাই এই অংশে রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে সমন্বয়ে সময় লাগায় কাজ শুরুতেও সময় লেগেছে।

 

২৫ জুলাই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পে বিভিন্ন সমস্যার কারণে ঠিকাদার নিজেকে প্রত্যাহার করে নেয়। প্রকল্প সংশোধন করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে দরপত্র করে দ্রুত কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL