বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়ায় সুলতান ডাইনে বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সংগঠনের আগামী ৫ মাসের কার্যক্রম ঘোষণা করা হয়। সেই সাথে সংগঠনের উন্নয়নের জন্য সকলে সর্বাত্মক চেষ্টা করার অঙ্গীকার ব্যাক্ত করেন।আগামী আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হবে।
সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওয়াই এম নয়ন, কার্যকরী কমিটির সভাপতি মোঃ রনি, সহ-সভাপতি মোঃ দোলন, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা অরিত্রি সিনহা,দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস,ডোনার সমন্বয়ক মোঃ শহিদুল,শামিম,সাগর,ইয়াসিন,মেহেদি সহ প্রমুখ।