নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেছেন, এই অবৈধ ভোটচোর সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে মিথ্যা ও ফরমায়শী মামলায় যে রায় দেয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল তিনটায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।
তিনি বলেন, আমরা একটা কথাই বলতে চাই। আদালতের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা মামলায় সাজা দিয়ে শেখ হাসিনা আপনি বাঁচতে পারবে না। আপনার দিন শেষ আগামী দিনে তারেক রহমান ও খালেদা জিয়ার বাংলাদেশ। আপনি শেখ হাসিনা এখন পালানোর জন্য প্রস্তুতি নেন। আমরা রাজপথে আছি আগামী দিনেও রাজপথেই থাকবো। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত রাজপথে থাকবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমরা রাজপথে থেকে এই সরকারের সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে যাব। আওয়ামী লীগের সকল অন্যায় অবিচারের বিচার এদেশের একদিন হবে। বিএনপি নেতা কর্মীদের যারা অন্যায় ভাবে গুণ-খুন ও গুলি করে হত্যা করেছে তাদেরও বিচার হবে। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কায়সার আশা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।