নারায়ণগঞ্জ শহরে বি.বি. রোডের অসহায় ও নিরীহ হকাররা ধান্ধাবাজ বরিশ্যাল্লা টোকাই মিশু ও মহাসিনের অত্যাচারে অতিষ্ঠ যে কোন সময় গনধোলাই দিতে পারে হকাররা।
গলাচিপার প্রতারক বাটপার ভন্ড ধান্ধাবাজ টোকাই বরিশ্যাল্লা মিশু ও মহাসিন অত্যাচারে অতিষ্ঠ বি.বি. রোডের অসহায় ও নিরীহ হকাররা।
স্থানীয় হকারদের সূত্রে জানাযা যে, বি.বি. রোডের সরকারী রাস্তায় বসিয়ে প্রত্যেক হকারদের থেকে প্রতিদিন দশ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বরিশ্যাল্লা মিশু ও ফরিদপুইরা মহাসিনসহ গলাচিপার কিছু পাতি বড় ভাইয়েরা। হকাররা বলেন, তারা কোন কাজ করেনা, হকারের টাকায় চলে তাদের সংসার ও মাদক সেবন,সারা রাত মাদক সেবন করে সকালে ঘুমিয়ে দুপুরে উঠে এসে পড়ে রাস্তায় আমাদের টাকা না খেয়ে কাজ করে খা। তোদের কি লজ্জা সরম নেই যে আমরা এত কষ্ট করে রোদ্রে বিষ্টিতে ভিজে টাকা উপার্জন করি তোরা এসে আমারদের থেকে ভাগ নিয়ে খাচ্ছিস আল্লাহ তোদের বিচার এক দিন ঠিকই করবে আমরাতো পারবে না আল্লাহ তোদের ছাড়বে না।ক্ষোভে রাগে হকারা মিলে যে কোন সময় গনধোলাই দিতে পারে টোকাই বরিশ্যাল্লা মিশু ও মহাসিনদের পাতি সেই বড় ভাইদেরকে।হকার শামীম জানান যে, সরকারী রাস্তায় বসতে গেলে বরিশ্যাল্লা মিশু ও মহাসিন গ্রæপের ৬/৭ এসে প্রথমে ঝামেলা শুরু করে এর পর তাদের সাথে থাকা টোকাই যারা কোন কাজর্কমই করেনা কিছু বড় ভাই আছে তারা এসে বলে চুপ থাক তুই তর ব্যবস্ত আমরা করছি দশ হাজার টাকা দে তকে কেউ এখান থেকে উঠাতে পারবেনা তুই আমাদের লোক, তাদের কথা মত টাকা দিতে পারলে আমরা বসতে পারবো না হলে অন্য কেউয়ের থেকে টাকা নিয়ে তাকে বসতে দিবে আমরা বাদ্ধা হয়ে টাকা দিই। কিছু দিন আগে আলহাজ¦ নাসিম ওসমান প্লাজা নিচে থেকে টোকাই মাদকসেবী বরিশ্যাইল্লা মিশুকে পিটিয়েছে আলহাজ¦ আজমেরী ওসমান এর লোকজন।
খোজ নিয়ে জানায় যে, আলহাজ¦ নাসিম ওসমান প্লাজা সামনে থেকে কিছু ফুটপাত থেকে হকাদের মারধর করে প্রতিদিন চাাঁদা তোলতো মাদকসেবী বরিশ্যাইল্লা মিশু আর এই বিষয় নিয়ে হকারা আলহাজ¦ আজমেরী ওসমান কাছে বিচার দেন তখন আলহাজ¦ আজমেরী ওসমান এর লোকজন মাদকসেবী বরিশ্যাইল্লা মিশুকে আলহাজ¦ নাসিম ওসমান প্লাজা সামনে আসতে নিষেধ করে দেন সেই থেকে আলহাজ¦ নাসিম ওসমান প্লাজার সামনে দিয়েও হেটে যান না মাদকসেবী বরিশ্যাইল্লা মিশু। নিরিহ অসহায় হকারা টোকাই বরিশ্যাল্লা মিশু ও মহাসিনসহ গলাচিপার কিছু পাতি বড় ভাইদের হাত থেকে বাচঁতে আলহাজ¦ আজমেরী ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।