শহরের বাপ্পী চত্বর, হাটখোলা, কাশীপুর এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলছেন নাজিরের কু-পুত্র সবুজ ওরফে ইয়াবা সবুজ।কাক ডাকা ভোর থেকে শুরু হয় ইয়াবা সবুজের মাদক কারবারী শেষ করে গভীর গভীর রাতে।
এলাকার কাউকে তোয়াক্কা করছেনা মাদক ব্যবসায়ী সবুজ এলাকার কিশোর যুবকদের হাতে উঠিয়ে দিচ্ছে মরননেশা ইয়াবা,গাঁজা, হেরোইন, নানা মাদকদ্রব
এতে ধ্বংস হচ্ছে যুবসামজ লাভবান হচ্ছে ইয়াবা সবুজ তার পিছনে রয়েছে প্রশাসনের কিছু অসাধু র্কমকর্তা তারা সাপ্তাহিক অথবা দৈনিক হিসেবে মাদক ব্যবসায়ী ইয়াবা সবুজের কাছ থেকে মাশহারা নিচ্ছে।
বিগত সময়ে পুলিশ ও র্যাবের হাতে বার বার গ্রেপ্তার হলেও বর্তমানে ভিন্ন কৌশলে মাদক বিক্রি করে আসছে। এলাকা সূত্র জানাগেছে, দীর্ঘদিন ধরে শহরের বাপ্পী চত্বর, হাটখোলা, কাশীপুর এলাকায় নেশাখোর, অসহায় ও গরীব মানুষদের দিয়ে মাদক ব্যবসা করে আসছে এই ইয়াবা সবুজ। ইয়াবা সবুজ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের কয়েকটি মামলা রয়েছে ও আইনশৃঙ্খলার উপর হামলার মামলা রয়েছে।
ইয়াবা সবুজ থেকে সরাসরি ইয়াবা এনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। বিভিন্ন সময় মাদকসহ ইয়াবা সবুজ গ্রেপ্তার হলেও বর্তমানে প্রভাবশালীদের শেল্টারে মাদক ব্যবসা করেছে।এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে। মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে মাদক বিক্রি করছে। আমরাও তাদের গ্রেপ্তারে কৌশল পাল্টে ফেলেছি।