ফতুল্লায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. ফরিদ (৩১) ও তার অন্যতম সহযোগী মো. অনিক হাওলাদার ওরয়ে মিনাল (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (৭ আগস্ট) তাদের গ্রেপ্তারের তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।
তিনি জানান, রোববার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে একটি চোরাই মোটরসাইকেলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজের কাছে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছে।
এছাড়া এ চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জে একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।