ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে রেলওয়ে জায়গা দখল। উচ্ছেদের পরও নারায়ণগঞ্জ রেলওয়ের জায়গা দখলের অভিযোগ সাদ্দাম গং এর বিরুদ্ধে।
কালিবাজার দেলোয়ার টাওয়ার এর বাসিন্দা মৃত শানু মাতবরের ছেলে সাদ্দাম(২৮) নারায়ণগঞ্জে প্রভাবশালী প্রয়াত এমপি পুত্র ‘ভাইজান’ এর নাম ভাঙ্গিয়ে চারারগোপ মাওরা হোটেল সংলগ্নে জোরজবস্তি রেলওয়ের জায়গা দখল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
রেলওয়ে কতৃপক্ষ ও চারারগোপ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সূত্রে জানা যায় রেলওয়ে কতৃপক্ষ কিছুদিন আগে রেলষ্টেশন এর জায়গা উদ্ধার করলেও পরের দিন সেখানে পুনরায় দখলে চলে যায় অভিযুক্তদের। জানাযায় চারারগোপ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময় দোকান বসিয়ে দেন কিশোর গ্যাং’র লিডার সাদ্দাম হোসেন।
তারা আরোও জানান, রেলষ্টেশনের উন্নয়নের সাথে রেলের ভ্রমণ পিপাসুদের যাতায়তের সু-ব্যবস্থার জন্য সড়ক নির্মাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেখানে সাদ্দাম ঐ প্রভাবশালী পরিবারের নাম ভাঙিয়ে রেলওয়ের সরকারী জায়গা মোটা অংকের টাকার বিনিময়ে জায়গা দখল করে দিচ্ছে সাদ্দাম। এছাড়া ক্ষুদ্র বব্যবসায়ী দের কাছ থেকে প্রতিদিন ২শত থেকে ৩শত টাকা আদায় করছে বলেও অভিযোগ উঠেছে । তাছাড়া এ চক্রের যে সিন্ডিকেট ও কিশোর গ্যাং রয়েছে সে সিন্ডিকেট ও গ্যাং’র লিডার সাদ্দাম। তারা চায় না নারায়ণগঞ্জে রেলওয়ে আধুনিক উন্নয়ন হউক। রেলওয়ে ষ্টেশনের প্রবেশ পথে জনসাধারণের চলাচলের সুবিধার্থে আরও প্রশস্ত করার লক্ষে ২০ দিন পূবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরের দিন সেখানে বসে দোকান – আড়ৎ।
তারা আরও বলেন, এই সমস্ত সুবিধাবাদী লোকগুলোর কারনে নারায়ণগঞ্জের স্বনামধন্য ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে দিনের পর দিন দুর্নাম করে বেরাচ্ছে। এদের বিরুদ্ধে ওসমান পরিবার ব্যবস্থা না নিলে তাদের ঐতিহ্য এবং ভাবমূর্তি খারাপ হবে।