আড়াইহাজারে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম রেসকোর্স জয়দল মিয়া বাড়ির ভাড়াটিয়া মৃত সোনা মিয়ার মেয়ে রাসিদা বেগম (৫৫) এবং কুমিল্লা জেলার চান্দিনা থানার মইশাল ভূইয়াপাড়া এলাকার রেশমত আলী মেয়ে নাসিমা আক্তার (৩৫)।
এ সময় তাদের কাছে থাকা মাছ রাখার ব্যাগ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা হয়েছে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান এর সত্যতা নিশ্চিত করেছেন।