কে এই সাদ্দাম? সাদ্দামের ভূমিদস্যুতার কারনে নারায়ণগঞ্জে রেলস্টেশনের সড়কের কাজ স্থগিত।
সরকারি জায়গা দখলের ভূমিদস্যু সাদ্দামের ব্যবস্থা নিবে কে? রেলওয়ে না আজমেরী ওসমান? নারায়ণগঞ্জে আওয়ামীলীগ ও জাতীয়পার্টি মানেই ওসমান পরিবার। ক্ষমতাসীন সরকার দলের ঐতিহ্যবাহী পরিবারকে ঘিরে রয়েছে নানা আলোচনা – সমালোচনা। ক্ষমতার দাপট ও অসহায় জনগণের প্রতি রয়েছে অফুরন্ত ভালোবাসার ভান্ডার।
নারায়ণগঞ্জে স্বনামধন্য এই ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রয়াত এমপি নাসিম ওসমান এর পুত্র আজমীর ওসমানের রয়েছে বিশাল কর্মী সমর্থক। কিন্তু কিছু অসাধু সুবিধাভোগী কর্মীদের লোভ লালসায় বলি হতে হয় “ভাইজান” খ্যাতো আজমীরি ওসমানকে। পাহাড় সমান অভিযোগ থাকলেও ব্যবস্থা নেননি আজমেরি ওসমান। জানালেন চারারগোপ ক্ষুদ্র ব্যবসায়ীরা ও রেলওয়ে কতৃপক্ষ।
চারারগোপ ক্ষুদ্র বব্যবসায়ীরা জানান, মা বাণিজ্যালয় ব্যবসার অন্তরালে সাদ্দামের চাঁদাবাজী ও সরকারি জায়গা দখলের সেল্টার দাতা টাকলা হোসাইন এর বন্ধু মঞ্জু। মঞ্জু তার ভাগীনাকে দিয়ে চারারগোপে বিভিন্ন বব্যবসায়ীদের যেমন জোর – জুলুম করছে তেমনই রেলওয়ে জায়গা নিয়ে অবৈধ ভাবে আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যকে রেলওয়ে জায়গা দখলকরে দিচ্ছে সাদ্দাম। আমাদের প্রতিবাদ করার সাহসের প্রশ্নই উঠেনা। যেখানে “ভাইজানের” নাম ব্যবহার করে! তার কাছের লোক হিসেবে পরিচিত মঞ্জু। মঞ্জুর সেল্টারে চারারগোপ ব্যবসায়ী এলাকায় রাজত্ব করছে মৃত শানু মাতবরের ছেলে সাদ্দাম(২৮)।
তারা আরোও জানান, আজমেরি ওসমান সাহেবের নাম ভাঙ্গিয়ে যে অপকর্ম করে ভেরাচ্ছে তাতে ওই পারে পরিবারের সুনাম নষ্ট হচ্ছে। এদের বিরুদ্ধে ওসমান পরিবার সোচ্চার না হলে ঐ পরিবারের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
এবিষয়ে নারায়ণগঞ্জ রেলইস্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, রেলওয়ে জায়গা বার বার উচ্ছেদ করলো তারা পুনরায় বসে পরে। তাদের কোন বৈধতা দেওয়া হয় নাই। এই বিষয়ে জিআরবি পুলিশ ভালো বলতে পারবে।
জি আর পি আইসি ইন্সপেক্টর নূর মোহাম্মদ জানান, উচ্ছেদকৃত রেলওয়ের জায়গা দখল মুক্ত থাকবে। কেউ এখানে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে না।