গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এবং সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু,, আশরাফুজ্জামান,আলী হায়দার,সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ মারুফুল ইসলাম ঝলক, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মো. সোহাগ রনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।