বন্দর থানায় দায়েরকৃত ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী ও শাহীমসজিদ এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী।
বহু অপকর্মের হোতা সন্ত্রাসী কাটা সিফাতের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা থাকার পরও ওই দূর্ধষ সন্ত্রাসী প্রতি বারেই রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে।
কতিপয় নামধারি সাংবাদিকে ছত্রছাঁয়ায় কাঁটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী আধিপত্য বিস্তার করতে আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসী অভিযোগ বন্দর শাহীমসজিদ এলাকার চিহিৃত মাদক সম্রাট রিং শাহীন ও তার পরিবারের সাথে বন্দর থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের সাথে গভীর সখ্যতা থাকার করনে কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছে।
বন্দর থানা পুলিশের নিরব ভূমিকা থাকার কারনে বন্দরে ২১ নং ওয়ার্ডে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এ ওয়ার্ডে আইন শৃঙ্খলা ব্যাপক অবনিত হওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা। এর ধারাবাহিকতায় গত শুক্রবার (১১ আগষ্ট) রাত ১১টায় বন্দর শাহীমসজিদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বহু অপকর্মের হোতা কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী হামলায় শাওন নামে এক যুবক মারাত্মক ভাবে আহত হয়।
এ ঘটনায় আহতের মা আসমা বেগম বাদী হয়ে শনিবার (১১ আগষ্ট) দুপুরে সন্ত্রাসী কাটা সিফাত ও জুবায়েরসহ ৪ জনের নাম উল্লেখ্য করে আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
শাহীমসজিদ এলাকার কাটা সিফাত বাহিনী হামলার শিকার রতনসহ স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছে, বন্দর শাহীমসজিদ এলাকার আতংকের নাম কাটা সিফাত বাহিনী ভেম বেপরোয়া হয়ে উঠেছে। শাহীমসজিদ এলাকার একটি পরিবার সকল পরিবারের রাতের ঘুম হারম করে দিচ্ছে।
শুধু কাটা সিফাত নয় তার পিতা রিং শাহীন ওই এলাকার চিহিৃত মাদক সম্রাট। কাটা সিফাতের চাচা বন্দরে নামধারি সাংবাদিক। স্থানীয় এলাকাবাসী প্রশ্ন বন্দর থানা পুলিশ বহু মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হলেও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অনিহা কেন সংশ্লিস্ট প্রশাসনের কাছে জানতে চায় এলাকাবাসী।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আমি আপনাদের মাধ্যমে বন্দরবাসীকে একটি ম্যেসেজ দিতে চাই আইন শৃঙ্খলা অবনতি ঘটবে এমন কোন কাজ বরদাস করা হবে না। সন্ত্রাসীদের সাথে আমার কোন আপোষ নেই। যেখানে সন্ত্রাসী কর্মকান্ড হবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে।