জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র্যালি করা হয়েছে। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহীদ বাদল।
সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি বাদল বলেন,বিএনপি – জামায়াত জোটকে নারায়নগঞ্জের মাটিতে থাকতে দেয়া হবেনা।১৫ আগষ্টের রক্ত বৃথা যেতে দিবনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ গড়ে তোলা হবে।
রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের প্রাঙ্গন থেকে শোক র্যালিটি বের করা হয়।
শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষড়া কেন্দ্রীয় শহীদ মিনার এসে সংক্ষিপ্ত বক্তব্য মধ্যে দিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবু তাহের রানা, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, যুবলীগ নেতা আশ্রাফ মামুন পাঠান , আওয়ামী লীগ নেতা শামসীর আহম্মেদ, এ্যাড. মোঃ স্বপন এ্যাড, জসিম উদ্দীন,ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সওদাগর, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মেম্বার, সিংগাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা,বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূইয়া, ছাত্র লীগের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিক নেতা মুজিবুর রহমান সহ প্রমুখ