বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ফতুল্লা স্টেশন রোড থেকে র্যালীটি বের হয়ে ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এবং থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী রাসেল আহমেদ মাসুমের নেতৃত্বে শোকর্যালী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চবটী থানা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হোসাইন বিপু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহ সভাপতি আরফান মাহমুদ বাবু, ফতুল্লা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু পাল, ৩নং ওয়ার্ড আওয়ামী নেতা মুক্তি হক, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মীর ফরহাদ, জেলা ছাত্রলীগের সহসম্পাদক রুবেল চৌধুরী, আলামিন, বিল্লাল হোসেন বাবু,নূর হোসেন, কিরন, পারভেজ,কাউছার, মোয়াজ্জেম, রাজন,কামরুল, নাহিদ, শওন, বিদ্যুৎ পাল,মানিক ইব্রাহীম প্রমুখ।