জামায়াত নেতা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৪ আগস্ট) রাতে ঢাকা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের চিকিৎসার কোন ত্রুটি রাখা হয়নি। সাঈদী সাহেব ও তার পরিবারে সদস্যরাও চিকিৎসা সেবায় সন্তুষ্ট প্রকাশ করেছেন।
তিনি আরোও জানান, যেহেতু তাকে হাসপাতালে জেল কারা কতৃপক্ষ নিয়ে এসেছে আমরা মৃত্যু সনদ তাদের হাতে দিয়েছি। প্রশাসনিক কর্মকর্তারা আসবে তার সুরতহাল হবে। এ তথ্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজি যোগাযোগ মাধ্যম থেকে।
এর আগে গতকাল রবিবার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।
এ সময় নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত নেতাদের কর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়।